Posts

মোদীর নিন্দা করে নেহেরুর প্রশংসা করছিলেন শশী থারুর! কিন্তু ভুয়ো ছবি পোস্ট করে পড়লেন ধরা।

Image
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস সাংসদ শশী থারুর বুধবার সোশ্যাল মিডিয়ায় পণ্ডিত জওহরলাল নেহেরুর আরেকটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটি শেয়ার করে থারুর লিখেছেন যে আগের ছবিটি নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছিল। তিনি লিখেছেন যে এই ছবিটি ১৯৪৯ সালে নেহেরুর মার্কিন যাত্রার একটি অথেনটিক ছবি। উইসকনসিন ইউনিভার্সিটিতে পণ্ডিত জওহরলাল নেহেরুর কথা শোনার জন্য ১৯৪৯ সালের নভেম্বর মাসে বিশাল পরিমানে জনতা জড়ো হয়েছিল। এর পরে, অন্য একটি টুইটে শশী থারুর লিখেছেন যে জওহরলাল নেহরু হলেন একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী, যাকে এয়ারপোর্টে রিসিভ করতে স্বয়ং মার্কিন রাষ্ট্রপতি নিজে গেছিলেন। এই ঘটনা দুবার ঘটেছে। প্রথমবার ছিল ১৯৪৯ সালে, যখন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুমান নেহেরুকে গ্রহণ করতে এসেছিলেন এবং তারপরে জন এফ কেনেডি দ্বারা ১৯৬১ সালে। আসলে, কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর ‘howdi modi’ প্রোগ্রাম এর সমালোচনা করতে চেয়েছিলেন। এরপর উনাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়। থারুর তার টুইটার হ্যান্ডলারে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন যে ফটোটি আমেরিকার। ছবি যে ভুয়ো তা নেটিজন...

অলিম্পিকে পদক জয়ী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় যোগ দিচ্ছেন বিজেপিতে

Image
অলিম্পিকে পদক বিজেতা খেলোয়াড় ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দিতে চলেছেন। এবং আগামী মাসে হওয়া হরিয়ানা বিধানসভার নির্বাচনে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। খবর পাওয়া যাচ্ছে যে, অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিবীর যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt) বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন। বুধবার বিজেপির সুত্র জানায়, ২০১২ সালে কুস্তিতে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্ত গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটের দাবীদার ছিলেন। কিন্তু এবার তিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। দলের রাজ্য নেতারা ওনার নাম বিধানসভার প্রার্থী হিসেবে বাছাই করেছেন বলে জানা যায়। হরিয়ানার বাসিন্দা কুস্তিবীর বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুভাষ বরালার সাথে সাক্ষাৎ করেন। আর তিনি এও জানান যে, তিনি হরিয়ানা পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন। যোগেশ্বর দত্ত ২০১৪ সালে রাষ্ট্র মণ্ডল খেলায় স্বর্ণ পদক হাসিল করেছিলেন। এবং ২০১৩ সালে ওনাকে পদ্মশ্রী সন্মানে সন্মানিত করা হয়েছিল। সুত্র অনুযায়ী, হরিয়ানার সোনিপথ লোকসভা কেন্দ্রের যেকোন একটি বিধানসভা এলাকা থেকে ওনাকে বিধানসভার টিকিট দেওয়া হতে পারে। যোগেশ্বর দত্ত হরিয়ানা...

রাহুল ও সোনিয়া গান্ধী চান না যে মোদী-শাহ জীবিত থাকুন: যোগগুরু রামদেব।

Image
দিল্লি সংলগ্ন নয়ডা শহরে আগত যোগগুরু বাবা রামদেব, কংগ্রেসের উপর একটি বড় আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন যে, গান্ধী পরিবার অমিত শাহকে কারাগারে প্রেরণের জন্য ষড়যন্ত্র করেছিল এবং তারা চেয়েছিল যে শাহ কারাগারেই শেষ হয়ে যাক। বাবা রামদেব স্পষ্টতই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম নিয়ে বলেন যে এই দুই নেতা কখনই চান না যে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী বেঁচে থাকুক।  তারা চেয়েছিলেন যে অমিত শাহ কারাগারে পঁচে মারা যাক এবং প্রধানমন্ত্রী মোদীকে  ফাঁসি দেওয়া হোক। শুধু তাই নয়, রামদেব প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমেরর উপর লক্ষ্য করে বলেন যে তিনি আইনমন্ত্রীও ছিলেন। তিনি কখনও স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁকেই উল্টে  আইনি পদক্ষেপে ফেঁসে যেতে হবে। তিনি তার কার্যকালে আইন নিয়ে তীব্রভাবে খেলা করেছিলেন। যোগ গুরু বাবা রামদেবের বক্তব্য কেন্দ্রের মোদী সরকারের প্রশংসা করে বলেন যে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে কাজ করেছে। এছাড়া তিনি ছাত্রদের  উদ্দেশ্য করে বলেন, দেশের আইন ভঙ্গ করা এবং ঈশ্বরের আইন ভঙ্গ করা দুটোই ভুল, দেশের আইন যদি ভাঙা হয় তবে চিদাম্বরমের মতো অবস্থ...

কুখ্যাত অপরাধী নেতা নাহিদ হাসান পলাতক! গ্রেফতার করতে মাঠে নামলো যোগী পুলিশের ১১ টিম।

Image
উত্তর প্রদেশের কৈরানা থেকে সমাজবাদী পার্টির কট্টরপন্থী বিধায়ক নাহিদ হাসানকে যোগী পুলিশ গ্রেফতার করার অভিযানে নেমে পড়েছে। নাহিদ হাসান এর বিরুদ্ধে নানা ক্রিমিনাল কেশ রয়েছে। ধার্মিক উত্তেজনা ছড়ানো, খুন ইত্যাদির মামলাতেও জড়িত এই বিধায়ক। পুলিশ তাকে গাড়ির কাগজ দেখানোর জন্য পাঁচ দিনের বর্ধিত সময় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তার ও অনুসন্ধানের ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং পুলিশ দল তার বাড়িতে অভিযান চালাচ্ছে। এমএলএ সন্দেহভাজন গাড়ি নিয়ে পলাতক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই মুহূর্তে পুলিশের ১১ টি দল তাকে খুঁজছে। এসপি বিধায়ক নাহিদ হাসান যদি পলাতক থেকে যায়, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, তাদের উপর একটি পুরষ্কার ঘোষণা করাও হবে। তাঁর বাসভবনে শিবির করছেন অনেক থানার পুলিশ ও আধাসামরিক কর্মীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি গুরুতর মামলা রয়েছে। সুরক্ষা বাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এবং তদন্ত  অভিযান চালাচ্ছে। শামলি জেলার এসপিও নিশ্চিত করেছেন যে বিধায়করা সন্দেহভাজন গাড়ি নিয়ে সমর্থকদের সাথে পালিয়ে গেছেন। সমাজবাদী পার্টির বিধায়ক নাহ...

দেশে কট্টরপন্থীদের হাত থেকে হিন্দু যুবতীরা কতটা সুরক্ষিত তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজস্থানে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রেও অপরাধী কট্টরপন্থী হওয়ায় মিডিয়া খবরটিকে গোপন করার জন্য নেমে পড়েছে। ভুক্তভোগী যুবতী বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে জোর করে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসিফ খিরোদ-ঝুনঝুনুর বাসিন্দা। সুরেশ বলে মেয়েটির কাছে নিজের পরিচয় প্রকাশ করেছিলেন আসিফ। যুবতীকে নেশা জাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণ করে আসিফ ও তার সাথীরা। যুবতীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যুবতী জানিয়েছে যে, সে পড়াশোনার জন্য বাসে আসা যাওয়া করতো। সেই সময় বাসে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এই যুবকটি তার নাম সুরেশ কুমার বলেছিল। আসলে আসিফ যুবতীকে লাভ জিহাদে ফাঁসানোর জন্য নিজের নাম পাল্টে সুরেশ কুমার বলেছিল। যাতে তার ধর্ম যুবতী বুঝতে না পারে। একইসাথে সে মেয়েটির বন্ধু হওয়ার চেষ্টা করতে থাকে। যুবতী আসিফের প্রেম প্রস্তাবকে না করে দেয়। এরপর আসিফ কোনো বাহান দিয়ে পেট্রোল পাম্প এর সামনে যুবতীকে ডাকে। সেখানে আগে থেকেই একটা গাড়ি উপস্থিত ছিল। গাড়ির মধ্যে আগে থেকে এক মহিলা ও অন্য ব্যাক্তি উপস্থিত ছিল। এখান থেকেই জোর করে যুবতীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। মহম্মদ আসিফ ও তার সাথীরা যুবতীকে ধর্ষণ করে ৬৬ টি ভিডিও ক্লিপ করে। ভিডিওগুলি দেখিয়ে যুবতীর থেকে বহুবার টাকা নেওয়া হয়। যুবতীকে আসিফের কথা না শুনলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। উদ্যোগ নগর পুলিশ এ মামলায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ভিডিও ক্লিপ এর মাধ্যমে ব্ল্যাক মেলিং করে মহম্মদ আসিফ যুবতীর থেকে ২৫ হাজার টাকা আদায় করছে। পুলিশ জানিয়েছে যে যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসিফের সাথে এক মহিলাও এই ব্ল্যাক মেলিং কাণ্ডে যুক্ত ছিল। মহিলাটি বার বার ভুক্তভোগী যুবতীকে ফোন করে হুমকি দিত। একবার যুবতী কলেজ যাওয়ার জন্য বাসের অপেক্ষারত ছিল, সেখানে ওই মহিলাটি এসে বলতে থাকে যে এই মেয়েটি কলেজ যায় না, হোটেল যায়। যুবতীর থেকে টাকা আদায় করার জন্য নানাভাবে ব্ল্যাকমেলিং করা হতো। আসিফ যুবতীকে বলতো যে, সে এইরকম আরো অনেক মেয়েকে ফসিয়েছে কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। অর্থাৎ নিজের ধর্ম লুকিয়ে, নিজেকে হিন্দু বলে মেয়েদের লাভ জিহাদে ফাঁসানো। না হলে অপহরণ করে ধর্ষণ ও তারপর ব্ল্যাক মেলিং করে টাকা আদায়।প্রসঙ্গত স্মরণ করিয়ে দি, পশ্চিমবঙ্গের গঙ্গারামপুরে এমন ঘটনা ঘটিত হয়েছিল। সেখানে লাভ জিহাদে অসফল হয়ে কট্টরপন্থী যুবতীর ধর্ষণ ও হত্যা করেছিল। Aajkaal

Image
দেশে কট্টরপন্থীদের হাত থেকে হিন্দু যুবতীরা কতটা সুরক্ষিত তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজস্থানে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রেও অপরাধী কট্টরপন্থী হওয়ায় মিডিয়া খবরটিকে গোপন করার জন্য নেমে পড়েছে। ভুক্তভোগী যুবতী বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে জোর করে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসিফ খিরোদ-ঝুনঝুনুর বাসিন্দা। সুরেশ বলে মেয়েটির কাছে নিজের পরিচয় প্রকাশ করেছিলেন আসিফ। যুবতীকে নেশা জাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণ করে আসিফ ও তার সাথীরা। যুবতীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যুবতী জানিয়েছে যে, সে পড়াশোনার জন্য বাসে আসা যাওয়া করতো। সেই সময় বাসে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এই যুবকটি তার নাম সুরেশ কুমার বলেছিল। আসলে আসিফ যুবতীকে লাভ জিহাদে ফাঁসানোর জন্য নিজের নাম পাল্টে সুরেশ কুমার বলেছিল। যাতে তার ধর্ম যুবতী বুঝতে না পারে। একইসাথে সে মেয়েটির বন্ধু হওয়ার চেষ্টা করতে থাকে। যুবতী আসিফের প্রেম প্রস্তাবকে না করে দেয়। এরপর আসিফ কোনো বাহান দিয়ে পেট্রোল পাম্প এর সামনে যুবতীকে ডাকে। সেখানে আগে থেকেই একটা গাড়ি উপস্থিত ছিল। গাড়ির মধ্যে আগে...

Google crawled links

https://www.indiatoday.in/fact-check/story/fact-check-viral-images-of-kashmiris-smiling-at-security-forces-are-years-old-1579852-2019-08-12 https://www.indiatoday.in/amp/fact-check/story/fact-check-viral-images-of-kashmiris-smiling-at-security-forces-are-years-old-1579852-2019-08-12 https://aajtak.intoday.in/lite/story/fact-check-jammu-kashmir-article-370-indian-security-forces-smiling-1-1110032.html https://aajtak.intoday.in/story/fact-check-jammu-kashmir-article-370-indian-security-forces-smiling-1-1110032.html https://www.aajtaklite.com/story/1110032 https://m.publicvibe.com/city/kolkata/latest/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE https://m.publicvibe.com/redirect.php?postId=1530524601012653729 http://stg.newspointapp.com/bengali-news/publisher-banglahunt-bengali/entertainment/problem-working-salman-former-lover-aishwarya/articleshow/145048205af9889407a23b3f0d6fd29c7e031ad6 http://stg.newspointapp.com/bengali-news/publisher-banglahunt-bengali/sports/bolt-still-cherishing-dr...

webs 21

http://bookmarkswing.com/story6499701/not-known-details-about-???-?-?-?-?? http://bookmarkja.com/story6503797/indicators-on-???-?-?-?-??-you-should-know http://altbookmark.com/story6499782/bangla-rashifal-an-overview http://letusbookmark.com/story6373095/5-essential-elements-for-today-rashifal-in-bengali http://trackbookmark.com/story6345191/the-5-second-trick-for-bangla-rashifal http://bookmarkloves.com/story4508850/bengali-rashifal-can-be-fun-for-anyone http://getsocialpr.com/story4505348/top-today-rashifal-in-bengali-secrets http://hindibookmark.com/story6379268/bangla-rashifal-for-dummies http://bookmarkshq.com/story6379760/top-guidelines-of-bangla-rashifal http://mediajx.com/story6803877/the-5-second-trick-for-bangla-rashifal http://bookmark-dofollow.com/story5708417/???-?-?-?-??-things-to-know-before-you-buy http://bookmark-template.com/story5716501/today-rashifal-in-bengali-can-be-fun-for-anyone ht...